“আহা – এতো চঞ্চল হলে চলবে নাকি? তুমি একটা দায়িত্বপূর্ণ পজিশনে আছো…,” ছেলেটাকে বললেন তিনি। যে ছেলেটির সঙ্গে স্কাইপ কল চলছে, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে সে রীতিমত অস্বস্তিতে রয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। ছেলে বলাটা অবশ্য ঠিক নয়, লোক। অনেকদিন ধরেই সিনিয়ার পজিশনে আছে।
“কিন্তু স্যার – এই যে এতোগুলো মেজর ক্রাইসিস…”
“আঃ” বলে উঠলেন উনি। “ক্রাইসিস হচ্ছে জীবনের তথা সভ্যতার অঙ্গ, মাই ফ্রেন্ড। এই ক্রাইসিসগুলোকে বাড়তে দিতেই হবে। এর মধ্যে থেকেই উঠে আসবে এই সমস্যার সমাধান। তুমি তো জানো এসব, তাই না?”
……
বাকিটা পড়তে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন। মোবাইলে পড়লে “Make page mobile friendly” গোছের কোন option এলে সেটাও ক্লিক করে নেবেন।
https://www.parabaas.com/PB79/LEKHA/gAtanu79_minor.shtml
প্রথম প্রকাশঃ পরবাস-৭৯, জুন , ২০২০
পছন্দ হলে একটু আমার ব্লগে কমেন্ট করে দেবেন প্লিজ ?