“বাবা, তুমি অকারণে এত উত্তেজিত হচ্ছো! এখনকার ফুটবল – বলতে গেলে সব খেলাই যথেষ্ট টাফ হয়ে গেছে। ফুটবল, ক্রিকেট সবই। এমনকি কোচিং ক্লাসেও সেরকমই শেখায়।“ বলল সুব্রত।
বিমলবাবু চুপ করে নিজের খাটে বসে রইলেন। আজ, জীবনে প্রথম, নাতিটার গায়ে হাত তুলেছেন। তাও আবার সবার সামনে। কাজটা ঠিক হয় নি।
নাতি-অন্ত প্রাণ বিমলবাবুর। আর নাতি রোহিতও ওঁর খুব ন্যাওটা – ওঁর সঙ্গেই ফুটবল কোচিং ক্লাসে যায়। যদিও ক্লাস এইটে পড়ে – একা যেতেই পারে, তবুও বিমলবাবু সঙ্গে যান। একটু হাঁটাও হয়, তাছাড়া ফুটবল খেলা দেখা হয় বেশ।
…..
বাকিটা পড়তে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন। মোবাইলে পড়লে “Make page mobile friendly” গোছের কোন option এলে সেটাও ক্লিক করে নেবেন।
https://www.parabaas.com/PB78/LEKHA/gAtanu78_foulplay.shtml
প্রথম প্রকাশঃ পরবাস-৭৮, এপ্রিল , ২০২০
পছন্দ হলে একটু আমার ব্লগে কমেন্ট করে দেবেন প্লিজ ?